চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন নবীন মেলার ৫০ বছর পূর্তি উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে শুরু হচ্ছে এ্যাডভোকেট গোলাম মোস্তাফা স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের নামকরা টেবিল টেনিস খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট ১৮ মে সকালে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে ২০ মে প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান, বিকেএসপি, অরুনিমা ক্লাব, গ্রীন পয়েন্ট সিটি ক্লাব, রংপুর, নড়াইল, চট্টগ্রাম, ফেনী ও কক্সবাজার জেলাসহ দেশের নামকরা ক্লাবের খেলোয়াড়রা অংশ নিবেন। এছাড়াও বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের টপ র্যাঙ্কিং বালক ও বালিকা এবং নারী দল অংশ নিবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ মে বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র জনাব আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জনাব কলিম সরওয়ার। এছাড়াও চট্টগ্রামের স্বনামধন্য ক্রীড়ানুরাগীরা উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার