মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের ক্রিকেটের তরুণ তুর্কি। বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের তার বোলিং ঘূর্ণিতে কাবু করেছেন। প্রতিভার স্বাক্ষর এই ক্রিকেটারকে দিয়েছে কাটার মাস্টারের তকমাও। অাজ মুস্তাফিজের জন্মদিন। আর জন্মদিনে বার্থডে বয় চমক দেখিয়েছেন সেঞ্চুরির পর ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠা অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে সাজ ঘরে পাঠিয়ে।
মুস্তাফিজুর রহমানের জন্ম ৬ সেপ্টেম্বর, ১৯৯৫। সাতক্ষীরায় জন্মগ্রহণকারী বাংলাদেশের উদীয়মান ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাহাতি মিডিয়াম বোলিং করে থাকেন।
বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড, খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি।
এছাড়া ২০১৬ ও ২০১৭ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি "সানরাইজার্স হায়দ্রাবাদ" দলে খেলছেন। এবং সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ -তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি । আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন।
বিডিপ্রতিদিন/ ৬ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান