ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে পুরো তিন পয়েন্ট পাওয়ার সুযোগ হারিয়ে হতাশ আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইনদেরও বেড়েছে আফসোস। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ১ পয়েন্ট পায় দুই বারের বিশ্বকাপ জয়ীরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাম্পাওলির কণ্ঠে তাই সুযোগ কাজে লাগাতে না পারার হতাশা। তবে তিনি আশাবাদী, তার দল ঘুরে দাঁড়াতে পারবে। 'আমরা এগিয়ে যাওয়ার বড় একটি সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এটাই ফুটবল এবং এই বিষয়গুলো ঘটতেই পারে।'
'আশা করি, এই অস্বস্তি আমাদের বিভ্রান্ত করবে না কিংবা ভবিষ্যতের জন্য আমাদের আটকাতে পারবে না।'
বাছাই পর্বের আর দুই রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে চিলি। সপ্তম স্থানে থাকা প্যারাগুয়ের পয়েন্ট ২১।
বিডিপ্রতিদিন/ ৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান