'এই গ্রহের সবাই তাকে পছন্দ করে। সে দারুণ এক খেলোয়াড়। আমি বলব- হ্যাঁ, অবশ্যই তার খেলাধুলার ব্যাপারে সবকিছুই আমার পছন্দ। ' ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার সম্পর্কে এমনটাই মন্তব্য রিয়াল কোচ জিনেদিন জিদানের।
তবে রবিবার লা লিগায় দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তার প্রশংসা করা ছাড়া তেমন কিছু বললেন না জিদান। নেইমারের রিয়ালে যোগদান নিয়ে কিছুটা রাখ ঢাক রেখেই কথা বললেন তিনি। তবে সরাসরি মুখ না খুললেও নেইমারের ব্যাপারে যে জিদানেরও আগ্রহ রয়েছে তাই ফুটে উঠল বক্তব্যে।
এদিকে গুঞ্জন চলছে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখাতে পারেন নেইমার। গত অগাস্টে বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। বছর না ঘুরতেই গুঞ্জন ফের লা লিগায় ফিরতে পারেন এই ফরোয়ার্ড। ব্রাজিলের এই ফরোয়ার্ডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের যোগাযোগ আছে বলেও অনেকের দাবি।
বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান