টানা ব্যর্থতার বৃত্তে অাটকা পড়েছিল লঙ্কান ক্রিকেট টিম। জয় নামক সোনার হরিণটা যেন অধরাই হয়ে গিয়েছিল চান্দিমালদের। অবশেষে সেই বৃত্ত থেকে বের হলো টিম শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদশেীয় সিরিজে জয় পেয়েছে হাথুরুর শিষ্যরা। নিশ্চয়ই এ জয়ে হাসি ফুটেছে সদ্য লঙ্কান শিবিরে যোগদান করা এই কোচের। কারণ ম্যাথুস-পেরেরাদের গুরু হিসেবে প্রথম জয়ের মুখ দেখলেন চন্ডিকা। আর তাই অকপটেই বলা যায় এই জয়টিকে স্মৃতির পাতায় তুলে রাখবেন বাংলাদেশের সদ্য বিদায়ী এই কোচ।
আর রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের কষ্টার্জিত জয় হলেও তা লঙ্কান টিমে আত্মবিশ্বাস ফেরাবে। কারণ ফর্মহীনতায় ভুগতে থাকা কয়েকজন ব্যাটসম্যান এইদিন রান পেয়েছেন। বরাবরের মতো ব্যাটে-বলে দারুণ ছিলেন থিসারা পেরেরা। যদিও জয়ের জন্য বড় ভূমিকা ছিল বোলারদেরই কারণ ১৯৯ রানে জিম্বাবুয়েকে না আটকাতে পারলে সিরিজ থেকে আজ ছিটকে যেতে হতো হাথুরু শিষ্যদের।
অধিনায়ক চান্দিমালও তাই কৃতিত্বটা দিলেন বোলারদের। পাশাপাশি এই জয় দলে আত্মবিশ্বাস ফেরাবে সেই কথাই বললেন ম্যাচ শেষে।
বিডিপ্রতিদিন/২১ জানুয়ারি ২০১৮/ ই জাহান