বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একজন সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। পাশাপাশি সময়টাও দুর্দান্ত যাচ্ছে এই ওপেনারের। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে তুলে নিয়েছেন দারুণ দুই ফিফটি। তার সামনে এখন অপেক্ষা করছে দু'টি মাইলফলক।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে তামিমের প্রয়োজন ৬৬ রান। আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে তামিমকে করতে হবে ৪২ রান। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম।
অন্যদিকে নির্দিষ্ট কোন ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হওয়ার জন্য তামিমের প্রয়োজন মাত্র ৪২ রান। ৬ হাজার রানের আগেই এ মাইলফলকটি উঁকি দিচ্ছে তামিমকে। মিরপুর শের-ই-বাংলায় তামিম ইকবালের রান ২ হাজার ৪৭৩। তামিমের উপরে আছেন শুধু সনাৎ জয়াসুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ‘মাতারা হারিকেন’ রান করেছেন ২ হাজার ৫১৪।
মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আর সেই ম্যাচে বাড়তি উত্তেজনা এনে দেবে তামিমের মাইলফলক।
বিডি প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ