আগের ম্যাচে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল নেইমারের পিএসজির। কিন্তু পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখে ফেললো প্যারিসের ক্লাবটি। উরুর সমস্যার কারণে এদিন স্কোয়াডের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর ইনজুরি আক্রান্ত হয়ে প্রথমার্ধেই স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তারপরও প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলের সুবাদে সমতা নিয়ে বিরতিতে যায় কাভানিরা।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় পিএসজি। লিওঁর আলভারোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বিরতির আগে লেভিন কারজাওয়ার গোলের জোগানদাতা দানি আলভেস। ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। তারপরও ড্র করে মাঠ ছাড়তে পারতো উনাই এমেরির শিষ্যরা। কিন্তু যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে মেমফিস ডিপাইয়ের শট ঠিকানা খুঁজে পেলে লিগে হার নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
এই হারের পরও ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পিএসজি। ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিওঁ। ৪৭ পয়েন্ট নিয়ে তিনে অলিম্পিক মার্শেই।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৮/মাহবুব