মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের ৪১তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল।
জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৭৮ বল খেলে ৫০ রান পূর্ণ করেন তামিম। তার ইনিংসটি ৪টি চারের মারে সাজানো ছিল।
তামিমের আগে ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিবও। আর সাকিব-তামিমের ব্যাটে ভর করে বেশ দেখে শুনে এগুচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২৮ ওভারে ১১৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ৫ম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।মিরপুরে জয়ের ধারা অব্যাহত রাখতে ধরে রাখা হয় উইনিং কম্বিনেশন। সাইফুদ্দিনের পরিবর্তে দলে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে খেলা সানজামুল ইসলাম।
বিডিপ্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান