জয়ের জন্য ২১৭ রানে টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের তিন উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। দলীয় ১৪ রানে হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে পাঠান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। এরপর বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন সাকিব। সলোমন মিরিকে ৭ রানে এবং রানের খাতা খোলার আগেই ব্রেন্ডন টেইলরকে সাজঘরে পাঠান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৯ ওভারে তিন উইকেট হারিয়ে ৩৪ রান।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৭৬ রান আসে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। এছাড়া, সাকিব ৫১, সানজামুল ইসলাম ১৯, মুশফিক ১৮ এবং মুস্তাফিজের ব্যাট থেকে আসে ১৮ রান। জিম্বাবুয়ের হয়ে অধিনায়ক ক্রেমার সর্বোচ্চ ৪টি উইকেট লাভ করেন।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৮/মাহবুব