'ক্যাচ অফ দ্য সেঞ্চুরি' বললে একটুও বেশি বলা হবে না। বরং এই অভিবাদনই এমন অভাবনীয় ক্যাচের জন্য শ্রেষ্ঠ হবে। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-২০ টুর্নামেন্ট বিগব্যাশ দেখাল তেমনই একটি ক্যাচ। যা দেখে মাইকেল স্ল্যাটার পর্যন্ত বলছেন, 'জীবনে দেখা সেরা ক্যাচ'।
মাঠে লড়ছিল অ্যাডিলেড বনাম মেলবোর্ন। ব্যাটে ক্যারিবিয়ান তারকা ডোয়েন ব্র্যাভো। বল হাতে আফগানিস্তানের 'বিস্ময়' লেগ স্পিনার রাশিদ খান। অফ স্টাম্পের বাইরে রুম পেতেই কভারের ওপর দিয়ে বল আকাশে তুলে দিয়েছেন ব্যাটসম্যান।
গগণচুম্বী বলকে পাখির চোখ করে ছুটছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স দলের বেন লাফলিন। তাকে অনুসরণ করেই কভার বাউন্ডারির দিকে দৌড় জ্যাক ওয়েদারল্ডেরও। এক ঝলক দেখে মনে হতেই পারে বোল্টকে ছুঁতে ছুটছনে গ্যাটলিন।
এরপরই সেই বিস্ময় মুহূর্ত, ক্যাচ লুফে নিয়ে বাউন্ডারির দিকে ঝুঁকে গিয়েছেন বেন। বাউন্ডারি ক্রস করার আগে কোনওমতে মাঠের দিকে ছুড়ে দিলেন বল। শূন্যে গা ভাসিয়ে সতীর্থের অসম্পূর্ণ ক্যাচকে সম্পূর্ণ করলেন জ্যাক। এক কথায় অনবদ্য।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর