ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন আউট হয়ে রিভিউ নেবেন কিনা সেটা জানতে ড্রেসিংরুমের দিকে তাকিয়েছিলেন স্টিভ স্মিথ। পরে ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হলে জানান। তিনি ‘ব্রেন ফেড’-এর শিকার।
তিনি বলেন, ভুল করে এ কাজ করে ফেলেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু ফের একবার 'ব্রেন ফেড'-এর শিকার স্টিভ স্মিথ! অন্তত সোশ্যাল সাইট টুইটারে এমনটাই দাবি করছেন অনেকে।
সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন দেখতে গিয়েছিলেন স্মিথ। সঙ্গে ছিলেন তার বাগদত্তা ড্যানি উইলিসও। নিজের পছন্দের টেনিস খেলোয়াড় রজার ফেডেরারে সঙ্গে ছবিও তোলেন অজি অধিনায়ক। কিন্তু টুইট করতে গিয়েই ঘটান বিপত্তি।
বাগদত্তার সঙ্গে যে ছবিটি স্মিথ পোস্ট করেন, তাতে তিনি ড্যানি উইলিস নামে অন্য এক নারীকে ট্যাগ করে বসেন। সেই সঙ্গে লেখেন, ‘ড্যানি উইলিসের সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেন দেখলাম। অসাধারণ সময় কাটালাম। আসলে আমরা দু’জনেই টেনিস দেখতে পছন্দ করি।’
আর সেটি নজরে পড়তেই টুইটারে অনেকেই হাসাহাসি শুরু করেন তাকে নিয়ে। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কী আবার ‘ব্রেন ফেড’-এর শিকার স্টিভ স্মিথ!
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর