ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমবার ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ফলোঅনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে টাইগাররা।
অন্যভাবে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।
তবে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট হোয়াইটওয়াশের পর দুষলেন দলের ব্যাটসম্যান ও কন্ডিশনকে। তিনি বলেন, ‘এটা খুবই হতাশাজনক ফলাফল। আমাদের বোলাররা ভালো করেছে। কিন্তু ব্যাটসম্যানরা আমাদের ডুবিয়েছে।’
এছাড়া উইকেটকে দোষও দিচ্ছেন না তিনি। ক্যারিবীয় অধিনায়কের বলেন, ‘উইকেটকে আমি দোষ দিচ্ছেন না। আমাদের সট সিলেকশনে ভুল ছিল। বিশেষ করে গতকাল বিকালে (দ্বিতীয় দিনের শেষ সেশন) আমরা খুবই বাজেভাবে আউট হয়েছিল।
বাংলাদেশের কন্ডিশন ও স্পিনাররা ম্যাচে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘কন্ডিশন একটা বড় ফ্যাক্টর। দেশে আমরা ভালোই খেলেছিলাম ওদের (বাংলাদেশ) বিপক্ষে। ওদের পেস বোলিং খেলতে সমস্যা হয়েছে। এখানে আমাদের স্পিন বোলিং খেলতে সমস্যা হয়েছে। স্পিনে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ