কোচ গ্রেগ চ্যাপেলের তীব্র সমালোচনা করে ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভারতের সৌরভ গাঙ্গুলি। পরে অনেক ক্রিকেটারের মুখেই শোনা গিয়েছিল গ্রেগের সমালোচনা। ভি ভি এস লক্ষ্মণও পিছিয়ে নেই। গ্রেগ চ্যাপেলের সমালোচনায় মুখর ভারতীয় প্রাক্তন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
শুধু সমালোচনা করাই নয়, পরিষ্কার জানিয়ে দিয়েছেন, একটা আন্তর্জাতিক দলকে কীভাবে পরিচালনা করতে হয়, তার ন্যূনতম জ্ঞান ছিল না গ্রেগ চ্যাপেলের। এমনকী, দলের মধ্যে গ্রেগ চ্যাপেল বিভাজন তৈরি করেছিলেন বলেও দাবি করেছেন লক্ষ্মণ।
কিছুদিন আগেই তাঁর আত্মজীবনী ‘২৮১ অ্যান্ড বিয়ন্ড’ প্রকাশিত হয়েছে। আত্মজীবনীতে লক্ষ্মণ লিখেছেন, ‘কয়েকজন গ্রেগের প্রিয়পাত্র ছিল। তাদের খুব ভালভাবে দেখাশোনা করতেন। বাকিদের দিকে একেবারে ফিরেও তাকাতেন না। এর ফলে দলের সংহতি নষ্ট হয়েছিল। দলের মধ্যে তিক্ততা সৃষ্টির জন্য গ্রেগ চ্যাপেলই দায়ী ছিলেন। তিনি চূড়ান্ত অনমনীয় ছিলেন। যেটা নিজে মনে করতেন ঠিক, সেই ব্যাপারে দৃঢ় সংকল্প থাকতেন। একটা আন্তর্জাতিক দলকে কীভাবে পরিচালনা করতে হয়, সেই জ্ঞান গ্রেগের ছিল না।’
২০০৫ সালের মে মাস থেকে ২০০৭ সালের এপ্রিল মাস পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে ছিলেন গ্রেগ চ্যাপেল। সেই সময় ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন লক্ষ্মণ। আত্মজীবনীতে লক্ষ্মণ আরও লিখেছেন, ‘গ্রেগ যখন জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন, সুনাম নিয়েই এদেশে এসেছিলেন। কিন্তু পরে দলটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলেন। আমার ক্রিকেট জীবনে গ্রেগ্রের সময়টাই ছিল সব থেকে জঘন্য। ওর সময় ভারতীয় দলের পারফরমেন্সই বলে দেবে তাঁর কাজ করার ধরন কেমন ছিল। গ্রেগের সময় যতটুকু সাফল্য এসেছিল, তাতে ওর কোন কৃতিত্ব ছিল না। ব্যাটসম্যান গ্রেগ চ্যাপেলকে অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু কোচ গ্রেগ চ্যাপেলকে নয়।’
শুধু গ্রেগ চ্যাপেলকে সমালোচনা করাই নয়, শচীন, সৌরভ, আজহারউদ্দিন, শেবাগ, দ্রাবিড়দের সঙ্গে তাঁর কেমন বন্ধুত্ব ছিল, আত্মজীবনীতে সে কথাও তুলে ধরেছেন লক্ষ্মণ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ