লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে দুবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে পিএসজি। রবিবার রাতে বোর্দোর মাঠে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখলেও প্রত্যাশিত জয় পাননি নেইমাররা।
এদিন ম্যাচের ৩৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের বাড়ানো বল ডান পায়ের শটে জালে পাঠান নেইমার। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বোর্দোকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড জিমি ব্রিয়াঁ।
৬৬তম মিনিটে ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে জোরালো শটে পিএসজিকে ফের এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। ৮৪তম মিনিটে আবারও গোল খেয়ে বসে পিএসজি। হেডে গোলরক্ষক আলফুঁস আরিওলাকে পরাস্ত করেন ডেনমার্কের ফরোয়ার্ড আন্দ্রেয়াস কর্নিলিউস। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি।
১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ