ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর মিরপুর টেস্টেও জয় তুলে নিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমবার ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ফলোঅনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে টাইগাররা।
অন্যভাবে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। আর এসবের মাঝেই পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। যেখানে দুই দল মিলিয়ে টেস্ট সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শিমরন হেটমায়ারকে সিরিজে চার ইনিংসে চারবারই শিকার করেছেন মিরাজ।
চট্টগ্রামে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪৬ বলে ৬৩ রান করা হেটমায়ারকে ফেরান মিরাজ। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৭ রানেই মিরাজের শিকার তিনি। অন্যদিকে, ঢাকা টেস্টে প্রথম ইনিংসে হেটমায়ার-হোপ যখন পঞ্চাশোর্ধ জুটি গড়ে ফেলেছিলেন, তখন হেটমায়ারকে থামিয়ে জুটি ভাঙেন মিরাজ। এছাড়া দ্বিতীয় ইনিংসে ৯ ছক্কা ও এক চারে খেলা ৯৩ রানের ইনিংসটাও শেষ করেন মিরাজই।
চারবারই হেটমায়ারকে আউট করার রহস্যটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খোলাসা করলেন মিরাজ। তিনি বলেন, ‘ওর বিপক্ষে আমি অনেক দিন খেলেছি। দুইটা যুব বিশ্বকাপ খেলেছি, তারপর জাতীয় দলে ঢুকেও খেললাম। ওর সম্পর্কে অনেক কিছুই আমি জানি। কাজেই ওর সময় পরিকল্পনা করা সহজ হয়েছে। এজন্য সাফল্যও এসেছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ