ক্রিকেট ক্যারিয়ারটা খুব বেশি লম্বা করতে পারেননি তাতেন্দা তাইবু। ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে তিনি জিম্বাবুয়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়ে ২০১২ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে চলে যান তিনি। কিন্তু বর্তমানে ৩৫ বছর বয়স হলেও, হঠাৎই ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছেন তাইবু। আর এর একমাত্র কারণ তার ছেলে তাইবু জুনিয়র। বাবার খেলা দেখতে চায় বলে ২২ গজে ফিরতে চান তিনি।
ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তাইবু বলেন, ‘আমি আগেও বলেছি আমার জীবন আবেগ বা কোনো পরিকল্পনার মাধ্যমে চলে না। তবে আমি বিশ্বাস করি আমার হৃদয়ের কথাগুলো আমাকে পরিচালনা করে, যা আমি ফেলে দিতে পারি না।’
ছেলের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমার ছেলে তাতেন্দা জুনিয়র প্রায়ই আমাকে বলে আমি কেমন খেলতাম। আসলে আমার খেলোয়াড়ি জীবনে তার আমাকে মাঠে দেখার সুযোগ হয়নি। তবে আমি মনে করি এখনও ক্রিকেট খেলার জন্য আমি ফিট। সুতরাং আমার মনে হয় আমি কিভাবে পারফর্ম করি তা তাকে আমি দেখাতে পারবো।’
রোডেশিয়ানদের হয়ে তাইবু ২৮টি টেস্ট, ১৫০টি ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ