ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের পর মিরপুর টেস্টে আরও ভয়ঙ্কর রূপে নিজেদের মেলে ধরে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংসে ৫০৮ রানের জবাবে মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১১১ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
৩৯৭ রানে পিছিয়ে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। তবে তাতেও হার এড়াতে পারেনি সফরকারীরা। ২১৩ রানেরই ওয়েস্ট ইন্ডিজকে ধসিয়ে ১৮৪ রানের জয় তুলে নেয় সাকিব আল হাসান বাহিনী। তবে ঢাকা টেস্টে নজর কেড়েছেন টাইগার স্পিনার মিরাজ। ঢাকা টেস্টে ম্যাচে ১২ উইকেট নিয়ে নিজেকেই ছাপিয়ে গেছেন এই তারকা। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পান আরও ৫ উইকেট। অনন্য এই পারফরম্যান্সের ফল হাতে হাতেই পেয়েছেন দেশের তরুণ উদীয়মান স্পিনার মিরাজ। অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন তিনি। ১৪ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ১৬তম স্থান এখন মিরাজের দখলে। এটি তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং। তরুণ এই স্পিনারের রেটিং পয়েন্ট ৬৯৬।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (রেটিং-৯৩৫)। দ্বিতীয় স্থানে সাময়িক নিষিদ্ধ সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ (রেটিং-৯১০)। আর তিনে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন (রেটিং-৮৭৬)।
বোলারদের তালিকায় সেরা দশে খুব একটা পরিবর্তন আসেনি। শুধু ইনজুরির কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়া উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে হটিয়ে ৯ম স্থান এখন দুবাই টেস্টের পাকিস্তানি হিরো ইয়াসির শাহ’র দখলে।
অন্যদিকে, ব্যাটসম্যানদের তালিকায় ২-০ ব্যবধানে সিরিজ জিতেও সেরা বিশে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জায়গা হয়নি। তবে দ্বিতীয় টেস্টের শেষ ইনিংসে ৮০ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান।
শেষ টেস্টে ১৩৬ রানের ইনিংস খেলা মাহমুদউল্লাহ ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে। কিন্তু মুমিনুল হক দুই ধাপ পিছিয়ে ২৬তম স্থানে আর মুশফিকুর রহিম সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।
টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা (রেটিং পয়েন্ট-৮৮২)। দ্বিতীয় স্থানটি যথারীতি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন (রেটিং পয়েন্ট-৮৭৪) আর তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস (রেটিং পয়েন্ট-৮২৯)।
এদিকে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট- ৪১৫। দ্বিতীয় স্থানে আছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (রেটিং পয়েন্ট-৪০০) আর উইন্ডিজের জেসন হোল্ডারকে একধাপ নিচে নামিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার (রেটিং পয়েন্ট-৩৭০)।
বিডি প্রতিদিন/এনায়েত করিম