অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যস্ত ভারতীয় দল। আর অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি কিন্তু নিজের মতো করে ফিট থাকছেন। কখনও সাঁতার কাটছেন, কখনও ব্যাডমিন্টন খেলছেন। তবে এবার আর কোনও খেলায় নয়, ছোট্ট মেয়ে জিভার সঙ্গে কোমর দুলিয়ে নেচে উঠলেন। সেই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হতেই ঝড়ের মতো শেয়ার হতে শুরু করল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাশে ছোট্ট জিভা। বাবা ধোনিকে রীতিমতো নাচের স্টেপ দেখাচ্ছে।অন্যদিকে, ধোনি বাধ্য ছেলের মতো ছোট্ট মেয়ের কথা শুনে যাচ্ছে। এমনকী, জিভা ঠিক যেমনটি করছে, ধোনিও করছে ঠিক তেমনটি!
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৮/আরাফাত