টাইগার স্পিনারদের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছে উইন্ডিজরা। দুই ম্যাচের চার ইনিংসে উইন্ডিজদের ৪০ উইকেটই শিকার করেছে সাকিব-মিরাজ-তাইজুল-নাঈমরা। যা কিনা বিশ্ব ইতিহাসের রেকর্ড।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে হেরেছে সফরকারীরা। ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই হারে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা।
বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে উইন্ডিজদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে বিশ্ব ক্রিকেটের বাকি দলগুলোকে সতর্কবার্তা দিয়েছেন ভারত সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ প্রসঙ্গে মাঞ্জরেকার লিখেন, তুমি যদি স্পিন ভালো খেলতে না পারো, তাহলে ভালো হয় যে বাংলাদেশেই যেও না। তারা এখন চারজন দুর্দান্ত স্পিনার নিয়ে খেলে। সেখানে পালানোর কোনো পথ। স্পিন দিয়ে যুদ্ধ।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৮/আরাফাত