৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। টেস্ট সিরিজের জন্য এখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। নিজেদের নিংড়ে দিচ্ছেন ভারতের ক্রিকেটাররা। চলছে নেট। চলছে জিম সেশন। প্রবল ঘাম ঝরাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ায় গিয়ে অজি ক্রিকেটারদের মোকাবিলা করা খুবই কঠিন ব্যাপার। কঠিন সিরিজ বলেই প্রস্তুতিতে কমতি নেই ভারতীয়দের। মাঠের ভিতরে ভারতীয়দের বড় পরীক্ষায় ফেলতে তৈরি অজিরা। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে বহু স্মরণীয় ব্যাট-বলের লড়াই হয়েছে। এবারও হয়তো হবে। চলবে প্রাণপণ লড়াই। সেই সঙ্গে রয়েছে স্লেজিংও। বিরাট কোহলিকে যেন উত্তেজিত করা না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক করে দেওয়া হচ্ছে অজি ক্রিকেটারদের।
কঠোর অনুশীলনের মধ্যেই হাল্কা মেজাজেও দেখা যাচ্ছে কোহলিদের। কোহলি তার টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে ভারত অধিনায়ক, যশপ্রীত বুমরাহ, ঋষভ প্যান্ট ও পার্থিব পটেলকেও দেখা যাচ্ছে।
অভিনব ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে কোহলিদের। ছবিতে দেখা যাচ্ছে, ভারতের চার ক্রিকেটার জিহ্বা বের করে দাঁড়িয়ে রয়েছেন। ছবি দেখে অবাকই হতে পারেন ক্রিকেটভক্তরা। তাদের মনে প্রশ্ন উঠতে পারে, জিহ্বা বের করা ছবি কেন পোস্ট করতে গেলেন কোহলি?
আসলে ক্রিকেটাররা জিম সেশন করছিলেন। আর জিম করলে পরিশ্রম হয় ক্রিকেটারদের। ছবিতে সেটাই বোঝাতে চেয়েছেন কোহলিরা। জিম করে শরীর হয়ে গিয়েছে ক্লান্ত। খাটনিতে জিহ্বা বেরিয়ে পড়েছে। সেটা বোঝানোর জন্যই এমন ছবি পোস্ট করেছেন কোহলি।
বিডি প্রতিদিন/কালাম