ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্ত জয় তুলে নিয়েছে টাইগাররা। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ১৮ বছরে বাংলাদেশের খেলা ১১২টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমবার ঢাকা টেস্টে প্রতিপক্ষকে ফলোঅনের সামনে দাঁড় করিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে টাইগাররা।
অন্যভাবে বলা যায়, ওয়েস্ট ইন্ডিজের মতো ক্রিকেট পরাশক্তিকে নিজেদের মাটিতে গুঁড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। তবে তাতে আইসিসি র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি টাইগারদের। অর্থাৎ সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি টাইগারদের।
তবে অস্টমস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে রেটিং ব্যবধান কমিয়ে ফেলেছে নবম স্থানে থাকা বাংলাদেশ।
ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন মাত্র ১। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭০, বাংলাদেশের ৬৯। ঢাকা টেস্ট শেষে সর্বশেষ র্যাঙ্কিং ঘোষণা করে ক্রিকেটের প্রধান সংস্থান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি টেস্ট র্যাঙ্কিং:
র্যাঙ্কিং--------- দেশ------ ম্যাচ----- রেটিং
১ -------------ভারত ------৩৮ ------১১৬
২ ------------ইংল্যান্ড ----৪৯ ------১০৮
৩ -------দক্ষিণ আফ্রিকা --৩৫ ------১০৬
৪ -------নিউজিল্যান্ড -----২৩ ------১০২
৫ -------অস্ট্রেলিয়া -------৩৬ ------১০২
৬ --------পাকিস্তান --------২৪ -------৯৫
৭ ---------শ্রীলঙ্কা ---------৪২ -------৯৩
৮ ------ওয়েস্ট ইন্ডিজ ----৩৫ ------৭০
৯ --------বাংলাদেশ -------২৫ ------৬৯
১০ -------জিম্বাবুয়ে --------১১ ------১৩
বিডি প্রতিদিন/ ওয়াসিফ