অবশেষে প্রকাশিত হল ভারতের কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের আত্মজীবনী ‘২৮১ অ্যান্ড বিয়ন্ড’। আর প্রত্যাশা মতোই আত্মপ্রকাশেই লক্ষ্মণের আত্মজীবনী নিয়ে আলোড়োন সৃষ্টি হলো। ক্রিকেট জীবনের এমন কিছু অধ্যায়ের কথা এই বইতে লক্ষ্মণ তুলে ধরেছেন যা এতদিন পর্যন্ত স্রেফ ‘তালাবন্দি অন্দরমহল’ হয়েই থেকে গিয়েছিল।
যারা মনে করতেন বা এখনও মনে করেন ২০১২ সালে ভিভিএসের হঠাৎ অবসরের জন্য ধোনিই দায়ী, তাদের কাছে সত্যিটা তুলে ধরবে এই ‘২৮১ অ্যান্ড বিয়ন্ড’।
আত্মজীবনীতে পরিষ্কার করে ভিভিএস লিখেছেন, অবসর নেওয়ার জন্য কোনভাবেই তাঁর উপর কোন রকম চাপ সৃষ্টি করা হয়নি। বরং দলের সতীর্থরাই তাঁকে অবসরের সিদ্ধান্ত বদল করার জন্য অনেক বুঝিয়েছিল। কিন্তু তিনি শোনেননি।
এই বইতে লক্ষ্মণ লিখেছেন, “আমাকে অবসর নেওয়ার জন্য বাধ্য করা হয়নি। নিজের মনের কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার জীবনের প্রতিটা সিদ্ধান্তই নিয়েছি আত্ম উপলব্ধি থেকে। অবসরের সিদ্ধান্তটাও তাই। আমি আমার বাবার পরামর্শ পর্যন্তও শুনিনি”।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ