অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খাজার ভাই আরসালান খাজাকে (৩৯) আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার পিএইডির শিক্ষার্থী মোহাম্মদ কামির নিজামদিনের ওপর ভুয়া অভিযোগ আনায় তাকে গ্রেফতার করা হয়। আরসালান অভিযোগ করেছিলেন, সন্ত্রাসী হামলা পরিকল্পনা করছেন মোহাম্মদ কামির নিজামদিন।
আরসালান খাজার অভিযোগের কারণে গত আগস্টে ওই শ্রীলঙ্কার ২৫ বছর বয়সী শিক্ষার্থীকে আটক করা হয়। প্রায় এক মাস কারাগারে রাখার পর তাকে ছেড়ে দেয়া হয়। এর পর মিথ্যা অভিযোগ আনার জন্য আরসালান খাজাকে গ্রেফতার করে অস্ট্রেলীয় পুলিশ।
মোহাম্মদ কামির নিজামদিন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির স্টুডেন্ট। তার সঙ্গে একই বিভাগে কাজ করেন উসমান খাজার ভাই। এক নারীকে নিয়ে ব্যক্তিগত ক্রোধ থেকে মোহাম্মদ কামির নিজামদিনকে ফাঁসিয়ে দেন তিনি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা