অ্যাডিলেডে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। আসন্ন টেস্ট সিরিজে ভারত অধিনায়ক বিরাট কোহলিই অস্ট্রেলিয় বোলারদের যে বড় সমস্যা তা নিয়ে সন্দেহ নেই। বোলারদের পারমর্শ প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপির- কোহলিকে প্রত্যেকটা রান যেন আদায় করে নিতে হয়। আর প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের উপদেশ, অজি বোলারদের স্কিলের প্রয়োগেই বিরাটকে থামাও।
কয়েকদিন আগেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেচেন রিকি পন্টিং। স্মিথ-ওয়ার্নারহীন অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে সিরিজ জিতবেন বলে দিয়েছেন তিনি। এবার কোহলিকে থামাতে উপদেশ দিলেন পন্টিং। অস্ট্রেলিয়ার বোলারদের 'বিরাট-বধের' উপদেশ দিলেন প্রাক্তন অধিনায়ক।
হ্যাজেলউড, স্টার্কদের উদ্দেশ্যে পন্টিং বলেন, "যদি বল কোনভাবে মুভ না করে তাহলে বিরাটকে আউট করা সত্যিই কঠিন। বিরাট হল এমন একজন ব্যাটসম্যান যে ফ্রি-ফ্লোতে রান করতে চায়। সবচেয়ে বড় কথা বিরাটের কিন্তু ইগোও আছে সেটাও মাথায় রাখতে হবে। বিরাট যখন ব্যাট করতে নামবে, শুরুতেই বাউন্ডারি লাইনে দু-একটা বাড়তি ফিল্ডার রেখে দাও। এতে ওই ফ্রি-ফ্লোতে রান করতে পারবে না ও (বিরাট)। শুরুতেই ওর বিরুদ্ধে আগ্রাসী হতে যেও না। যত পারো সঠিক লাইন-লেন্থে দীর্ঘক্ষণ ধরে বল করে যাও। দেখবে শুরুতেই থার্ডম্যানে বল পাঠানোর প্রবনতা আছে ওর। সেই মতো ক্লোজ-ইন ফিল্ডারদেরও দাঁড় করাও। দেখবে ফল পাবে।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ