প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে ব্যালন ডি অর জিতেছেন লুকা মদ্রিচ। ব্যালন ডি অর জেতার লড়াইয়ে সেরা তিনে ছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার আঁতোয়ান গ্রিজম্যান। দেশের হয়ে এ বছর বিশ্বকাপ জিতেছেন। ব্যালন ডি অর জিততে না পেরে কিছুটা হতাশ তিনি।
২৭ বছর বয়সী এ ফুটবলার বলেন, আমি ইউরোপ লীগ, সুপার কাপ ও বিশ্বকাপ জিতেছি। এ বছরটা দারুণ কেটেছে। ব্যালন ডি অর হাতছাড়া হয়ে যাওয়ায় আমি কিছুটা হতাশ।
লুকা মদ্রিচকে নিয়ে তিনি বলেন, সে এটা অর্জন করে নিয়েছে। মৌসুমটা তার দারুণ কেটেছে। সে চ্যাম্পিয়ন লীগ জিতেছে।
ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জেতে ফ্রান্স। 'ব্যালন ডি অর' না 'বিশ্বকাপ' কোনটাকে এগিয়ে রাখবেন জানতে চাইলে গ্রিজম্যান বলেন, বিশ্বকাপ।
তবে ভবিষ্যতে ব্যালন ডি অর জেতার স্বপ্ন দেখেন গ্রিজম্যান, আমি মনে করি যেভাবে আমি খেলছি সেটা অব্যাহত থাকলে কেন জিতব না? আমি সঠিক পথেই আছি।
সূত্র: গোল ডট কম
বিডি প্রতিদিন/ফারজানা