রাশিয়া বিশ্বকাপে পুরো ফুটবল জগতকে চমকে দিয়েছেন ক্রোয়েট তারকা লুকা মডরিচ। তারই চজর ধরে ক্রোয়েশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। পুরস্কারটা জেতার পরই নিজের ভবিষ্যৎ জানালেন তিনি।
মডরিচ বলেন, ‘এখন আমার যে অনুভূতি হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। এই দীর্ঘ যাত্রায় যারা আমার সঙ্গে ছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার চোখের পানি ধরে রাখতে পারছি না আমি। অসাধারণ একটা রাত এটা, আগে যারা এই পুরস্কার জিতেছে আমিও তাদের অংশ হলাম।’
রিয়ালের জার্সিতেই ক্যারিয়ার শেষ করতে চান উল্লেখ করে ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার আরও বলেন, ‘এখনো আমার চুক্তির দুই বছর বাকি আছে। আশা করি এটা আরো বাড়বে। এই ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। এখানেই আমি অবসর নিতে চাই। আমার পরিবারও এটাই চায়। রিয়ালে আমি প্রতিটা মুহূর্তই উপভোগ করছি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ