ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর মাঠে বা মাঠের বাইরে উপস্থিতি মানেই নিখাদ বিনোদনের নিশ্চয়তা। টিম বাস, টিম হোটেল, ড্রেসিংরুম দারুণভাবে মাতিয়ে রাখেন এই ক্যারিবীয়। আনন্দ-মজা তো ক্যারিবীয়দের মজ্জাগত। বিনোদনের দূত হিসেবে ব্রাভো নিজেকে চিনিয়েছেন আলাদাভাবে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের মূল স্রোতে না থাকলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি এই তারকা অলরাউন্ডারের। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলে বেড়ানো ক্যারিবিয়ান অলরাউন্ডার আবার শিরোনামে তার রসিক ব্যক্তিত্বের জন্য।
ক্রিকেট মাঠে ব্র্যাভোর মজাদার সব কাণ্ডের সঙ্গে ইতিমধ্যেই পরিচিত তার অনুরাগীরা। সতীর্থদের সঙ্গে এমনকি প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গেও মাঠেও প্রায়শই রসিকতায় মেতে ওঠেন ব্র্যাভো। উইকেট নেওয়ার পর ব্র্যাভোর অদ্ভূত সব সেলিব্রেশনের ধরণ এর আগেও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানের বিশেষ নাচ সারা বিশ্বে প্রচলিত হয়ে গেছে। এবার সেই তালিকায় যোগ হল ব্র্যাভোর ‘চিকেন ড্যান্স’।
সম্প্রতি শারজায় অনুষ্ঠিত টি-১০ লিগে ব্র্যাভো নতুন একধরণের নৃত্যকলায় উইকেট নেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন, নেট দুনিয়া যাকে চিকেন ড্যান্স নামে অভিহিত করেছে। বেঙ্গল টাইগারসের বিরুদ্ধে এলিমিনেটর ফাইনালে মারাঠা অ্যারাবিয়ান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্র্যাভো। ২ ওভারে ১৬ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন তিনি। ব্যাট হাতে ৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। তবে পারফরম্যান্সের জন্য নয়, ব্র্যাভো দর্শকদের আপ্লুত করেন চিকেন ড্যান্সে।
ব্র্যাভোর বলে আফগান তারকা মোহম্মদ নবি বল গগনে তুলে বসলে ক্যারিবিয়ান অলরাউন্ডার মোরগের মতো ডানা মেলে ঠোট উঁচু করে নাচতে শুরু করেন। বলটি নিজেই তালুবন্দি করার পর নাচের বাকি অংশটুকু শেষ করেন। গ্যালারির দর্শকরা হাসিতে ফেটে পড়েন ব্র্যাভোর নাচ দেখে। পরে সোশ্যাল মিডিয়াতেও দ্রুত ছড়িয়ে পড়ে ব্র্যাভোর এই সেলিব্রেশন।
ভিডিও :
বিডি প্রতিদিন/এনায়েত করিম