দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে হেরেছে সফরকারীরা। ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ বুধবার।
এ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন টেস্টের মত ওয়ানতে এত সহজে হারানো সম্ভব হবে না।
তিনি বলেন, ফরম্যাট যত ছোট, ওয়েস্ট ইন্ডিজ তত ভালো দল। সহজ হবে না। আশা করছি, ভালো লড়াই হবে। টেস্ট সিরিজ জয়ের পর ভালো অবস্থায় আছে দল। সেই আত্মবিশ্বাস ওয়ানডেতেও বয়ে নিতে পারলে ভালো কিছু হবে আশা করি।
বিডি প্রতিদিন/০৪ ডিসেম্বর ২০১৮/আরাফাত