গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছিলেন মোহাম্মদ হাফিজ। এসেই দারুণ এক সেঞ্চুরি করে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছিলেন। কিন্তু এরপর যেন নিজেকে হারিয়ে ফেললেন পাকিস্তানি এই অলরাউন্ডার। সর্বশেষ সাত ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬৬ রান।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে নিজের ব্যর্থতা দীর্ঘায়িত করে শূন্যরানে আউট হয়ে সাজঘরে ফেরেন হাফিজ। এরপরেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন ৩৮ বছর এই পাকিস্তানি ওপেনার। অনেকেই মনে করছেন দল থেকে ফের বাদ পড়ার আগেই তিনি এমন সিদ্ধান্ত নিলেন।
২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে সূচনা মোহম্মদ হাফিজের। ৩৮ বছর বয়সি এই পাক অলরাউন্ডার মোট ৫৫টি টেস্ট খেলে করেছেন ৩৬৪৪ রান। রয়েছে ১০টি টেস্ট সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। ব্যাটসম্যান হিসেবে তার রানের গড় ৩৮.৫৫। পাশাপাশি অফ-ব্রেক বোলার হিসেবে নিয়েছেন ৫৪ উইকেট।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত