ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ দল দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএল-এর সূচনা লগ্ন থেকেই দিল্লি ডেয়ারডেভিলসকে নিয়ে প্রবল উন্মাদনা।
গৌতম গম্ভীর কলকাতা নাইটরাইডার্স ছেড়ে চলে গিয়েছিলেন দিল্লিতে। তিনি আবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেন মঙ্গলবার। সেদিনই বদলে গেল দিল্লি ডেয়ারডেভিলস-এর নাম। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
দিল্লি ডেয়ারডেভিলস নাম বদলে হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। আগামী আইপিএলে নতুন নামে আত্মপ্রকাশ ঘটবে ফ্রাঞ্চাইজিটির। মঙ্গলবার একটি অনুষ্ঠানে লোগোও উন্মোচন করা হয় দিল্লি ক্যাপিটালসের।
প্রথম দুটো সংস্করণে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তারপর থেকে দিল্লির পারফরম্যান্স পড়তির দিকেই। ২০১২ সালে দিল্লি প্লে অফে পৌঁছেছিল। ২০১৮ সালের আইপিএলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ছিল দিল্লি। নাম বদলে এবার কি সফল হবে দিল্লি?
বিডি প্রতিদিন/কালাম