ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লিগ ওয়ানে নিমের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে পিএসজি।
ঘরের মাঠে শনিবার প্রথম গোলের দেখা পেতে অবশ্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল পিএসজির সমর্থকদের। মার্কো ভেরাত্তির পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন ক্রিস্টোফার এনকুনকু। বিরতির পর ৬৯ মিনিটে হুয়ান বার্নাটের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। পরে ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন এই ফরাসি ফরোয়ার্ড।
এই জয়ের পর শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে লিল আছে দ্বিতীয় স্থানে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ