২০ বছর বয়সেই বিশ্বের ধনী ফুটবলার ফাইক! ব্রুনাই দারুস-সালাম শাসনকারী সুলতানের ভাই যুবরাজ জেফরি বলিকাহর'র মাসিক খরচ ৩৫ মিলিয়ন পাউন্ড। আর সেই যুবরাজের সন্তানই হলেন ফাইক।
লেস্টারের মূল দলে এখনো অভিষেক হয়নি ফাইকের। তবে সাইড বেঞ্চে প্রায় দেখা যায় তাকে। কিন্তু এই বেঞ্চে বসা ফুটবলারটির সম্পত্তির মূল্য ১৫ বিলিয়ন পাউন্ড! ২৫০ মিলিয়ন পাউন্ড মূল্যের রোনালদোর সম্পত্তি ফাইক'র তুলনায় তেমন কিছু নয়!
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে জন্ম হওয়ায় দ্বৈত নাগরিকত্বের অধিকারী ফাইক। দল হিসেবে বেছে নিয়েছেন ব্রুনাইকেই। দেশটির হয়ে অনূর্ধ্ব-২১ ও ২৩ দলের হয়ে জাতীয় দলে অভিষেক হয়েছে ফাইকের। অভিষেক ম্যাচে পূর্বতিমুরের বিপক্ষে একটি গোলও আছে ফাইকের।
২০০৯ সালে সাউদাম্পটন যুব দলের হয়ে ফুটবলে হাতেখড়ি ফাইককে ২০১৪ সালে দলে টানে চেলসি। দুই বছরের মাথায় ২০১৬ সালে চলে আসেন লেস্টারে। যুব দলের হয়ে খেলার পর এখন মূল দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ফাইক।
বিডি প্রতিদিন/এ মজুমদার