ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে টাইব্রেকারে চেলসিকে ৩-৪ গোলে হারিয়ে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট এই পুরো ১২০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে শিরোপা ঘরে তুলল পেপ গার্দিওলার দল।
রবিবার স্থানীয় সময় বিকালে ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ শিরোপা জিতে সিটি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় চ্যাম্পিয়ন ম্যানসিটি। পুরো ম্যাচজুড়েই ৬১ শতাংশ সময় জুড়েই বল নিজেদের পায়ে রেখেছিল সিটিজেনরা। তবে চেলসির শক্ত রক্ষণ দুর্গ ভাঙতে পারেননি অ্যাগুয়েরো- স্টার্লিংদের নিয়ে গড়া আক্রমণ ভাগ।
৪৩ মিনিটে জিনচেনকোর বাড়িয়ে দয়া বল আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির চেষ্টা রুখে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। বিরতির পর ৫৬ মিনিটে জালে বল পাঠিয়েছিলেন আগুয়েরো; কিন্তু অফ সাইডের কারণে গোলটি বাতিল করা হয়।।
এদিকে ৬৬ মিনিটে গোলরক্ষককে প্রায় একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শটে গোলবঞ্চিত হন চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কন্তে। বাকিটা সময় চেষ্টা করে গোলে দেখা পায়নি কোনো দলই। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।
অতিরিক্ত সময়ের পুরোটা জুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও দুই দলের রক্ষণদুর্গ ভেদ করতে পারেনি কেউই। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে চেলসির জোজিনহোর নেওয়া প্রথম শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক এডারসন। সিটিজেনদের তৃতীয় স্পট কিক নিতে আসা লেরয় সানের শট ফিরিয়ে দেন চেলসির স্প্যানিশ গোলরক্ষক আরিসাবালাগা। শেষ পর্যন্ত শেষরক্ষা হয়নি চেলসির।
গুনডুগান, অ্যাগুয়েরো, বার্নডো সিলভা ও রাহিম স্টার্লিংয়ের স্পট কিক থেকে গোল করলেও চেলসির হয়ে চার নম্বর শট নেওয়া ডেভিড লুইজের শট বারে লেগে ফিরে আসে। ফলে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ ফুটবল লিগ কাপের শিরোপ ঘরে তোলে পেপ গার্দিওলার শিষ্যরা।
এখন সামনে সুযোগ আটবার শিরোপা জিতে ম্যানচেস্টারের ক্লাবটির চেয়ে এগিয়ে থাকা লিভারপুলকে টপকে যাওয়ার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন