রিয়াল মাদ্রিদ অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ওয়েলস ফুটবলার গ্যারেথ বেলের। চীনের একটি ক্লাবের সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। ওই ক্লাবে প্রতি মৌসুমে তার বেতন হবে ২২ মিলিয়ন ইউরো। মার্কা এ খবর প্রকাশ করেছে।
রিয়াল কোচ জিনেদিন জিদান গত সপ্তাহে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে বেলকে খেলানোর পরিকল্পনা তার নেই। তার আশা বেল দ্রুত রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাবেন।
বেল যে চীনের সুপার লীগের যে ক্লাবে যাচ্ছেন তার নাম জিয়াংসু সানইং। এর আগে তারা সাবেক ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা মিরান্ডাকে চুক্তিবদ্ধ করার বিষয়ে ঘোষণা দেয়। এতে ক্লাবের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। বেল ও মিরান্ডা জিয়াংসু সানইং ক্লাবে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা