প্রতিকূল পুলিশি রেকর্ডের জন্য ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে ভিসা দেয়নি মার্কিন দূতাবাস। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে মার্কিন দূতাবাসে আবেদন করেছিলেন শামি।
শামির ভিসা প্রাথমিকভাবে বাতিল করে দিয়েছে মুম্বাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস। পুলিশ ভেরিফিকেশন রেকর্ডে তার আবেদন পত্রের অসম্পূর্ণতা বেরিয়ে আসে। শামি কলকাতা পুলিশের অধীনে ৪৯৮এ ধারা (যৌতুক হয়রানি) এবং ৩৫৪এ (যৌন হয়রানি) মামলায় অভিযুক্ত ছিলেন। গত বছর তার স্ত্রী হাসিন জাহান কলকাতা পুলিশের কাছে শামির নামে এই এফআইআর ফাইল করেন। মামলাটির এখনও নিষ্পত্তি হয়নি।
অবশ্য শামিকে ভিসা বাতিলের লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই এর সিইও রাহুল জোহরি শামির পক্ষে সুপারিশপত্র লিখেছে দূতাবাসের কাছে। শামি ভিসার জন্য পুনরায় আবেদন করবেন দূতাবাসে। তাকে ভিসা পেতে সাহায্য করছে দেশটির পুলিশও।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ