লন্ডনে সম্প্রতি সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়েন মেসুত ওজিল, তার স্ত্রী ও তার আর্সেনাল সতীর্থ সিড কোলাসিনাচ। ছুরি হাতে দুই সন্ত্রাসী তাদের গাড়ির ওপর আক্রমণ করেন। এসময় চালকের আসনে ছিলেন ওজিল।
আক্রমণ ঠেকাতে গাড়ি থেকে নেমে পড়েন সিড। ওজিল ও তার স্ত্রীকে গাড়ি নিয়ে চলে যেতে বলেন। পরে একাই খালি হাতে লড়াই করেছেন দুর্বৃত্তদের সাথে।
সেই ভিডিও সামনে আসার পর প্রশংসিত হচ্ছেন সিড। তিনি বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলার।
এদিকে টুইটারে ওজিল জানিয়েছেন, সিড, তার স্ত্রী ও তিনি সুস্থ আছেন। যারা উদ্বিগ্ন হয়ে বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
সূত্র: মেট্রো ইউকে
বিডি প্রতিদিন/ফারজানা