এবার হয়তো স্বপ্নের দরজা খুলতে যাচ্ছে রোমেলু লুকাকুর। সিরি’আ লিগে খেলার স্বপ্নপূরণ হতে যাচ্ছে এই বেলজিয়ান ফরোয়ার্ডের! পাওলো দিবালাকে ম্যানচেস্টার ইউনাইটেডে দিয়ে লুকাকুকে চাচ্ছে জুভেন্টাস।
লুকাকু নিজেও ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাচ্ছেন। গত এপ্রিলে স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সিরি’আ লিগে খেলা আমার স্বপ্ন। একদিন হয়তো স্বপ্ন সত্যি হবে।’
এদিকে, দিবালাকে ওল্ড ট্রাফোর্ডে পাঠিয়ে লুকাকোকে তুরিনে আনতে চাচ্ছে জুভেন্টাস। বেলজিয়ান তারকার সঙ্গে ৫৩.৯ মিলিয়ন পাউন্ডের চুক্তি করার ব্যাপারে আগ্রহী বলেও শোনা যাচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। যার জন্য ইউনাইটেডের সঙ্গে জুভদের আলোচনাও নাকি হয়েছে।
অন্যদিকে, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে দিবালা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে, ‘ঐতিহাসিক স্টেডিয়ামে খেলার জন্য অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে।’
দিবালার অবশ্য ইউনাইটেড প্রীতির আরেকটি কারণও আছে। তার পুরনো সতীর্থ পল পগবা যে এখন ওল্ড ট্রাফোর্ডেই আছেন। তুরিনে থাকাকালীন দু’জনে খুব ভাল বন্ধু ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ