শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু'টিতে হেরে এরই মধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে টাইগারদের। এখন হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার উপায় খুঁজছে টিম বাংলাদেশ। আজ লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া টাইগাররা।
টাইগারদের সম্মান রক্ষার এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশ সময় বেলা ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এই ম্যাচে একদিকে বাংলাদেশ তাদের সদ্য প্রয়াত দেশের প্রথম অধিনায়ক শামীম কবিরের জন্য খেলবে, অপর দিকে শ্রীলঙ্কা ম্যাচটি খেলতে নামবে নুয়ান কুলাসেকেরাকে সম্মান জানাতে। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেসার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ