শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু'টিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া টাইগাররা। হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ২৯৫ রান।
এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাথিউজ করেন সর্বোচ্চ ৮৭ রান।
এদিকে ফিফটি তুলে নিয়েছেন কুশল মেন্ডিস। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ৪৬ ও কুশল পেরেরা করেন ৪২ রান।
টাইগারদের পক্ষে শফিউল ইসলাম এবং সৌম্য সরকার নেন ৩টি করে উইকেট। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন এবং তাইজুল ইসলাম।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩১৪ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল ২২৩ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৩৮ রানের লক্ষ্যে ৩২ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে গিয়েছিল লঙ্কানরা।
এবার সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে সান্ত্বনার জয় ছিনিয়ে আনতে পারে কিনা তামিম বাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন