শ্রীলঙ্কা-বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের শ্রীলঙ্কার দেওয়া ২৯৫ রানের টার্গেটে মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে চরম বিপর্যয়ে পড়েছে তামিম-মুশফিকরা।
গত দুই ম্যাচের মতোই ব্যাট হাতে আজও ব্যর্থ ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল। জ্বলে উঠতে পারেননি মুশফিকও।
বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট হাতে ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। শুরুটা ধীর হলেও নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশকে দেয় ২৯৫ রানের টার্গেট।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৭ রান।
এর আগে, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ও ২য় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/৩১ জুলাই, ২০১৯/আরাফাত