বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বিবাহোত্তর বৌ-ভাত সম্পন্ন হয়েছে। বুধবার তার নিজ জেলা দিনাজপুরের একটি কমিউনিটি সেন্টারে এই বৌ-ভাত অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বৌ-ভাত অনুষ্ঠানে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।
গত রবিবার রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে লিটন দাসের বিয়ে সম্পন্ন হয়। কনে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিত। কনের বাড়িও দিনাজপুরে।
এর আগে নিউজিল্যান্ড সিরিজ শেষে গত ১৭ এপ্রিল হিন্দু ধর্মীয় রীতিতে লিটন দাসের আশীর্বাদ সম্পন্ন হয়। দিনাজপুর শহরের বড়বন্দরের বাসভবনে আয়োজিত এই আশীর্বাদ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিয়ের কারণে এবারের শ্রীলঙ্কা সিরিজে নেই জাতীয় দলের এই ক্রিকেটার। এর আগে গত ৭ জুলাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, লিটনের বিয়ে। তাই আমরা তাকে এ সময়ে পাওয়ার আশা করছি না।
বিডি প্রতিদিন/৩১ জুলাই, ২০১৯/আরাফাত