অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত টিম ইন্ডিয়া। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের সমস্যা প্রকাশ্যে চলে এসেছিল। যদিও বিরাট কোহলি তা অস্বীকার করেছেন। ক্যারিবিয়ান সফরে যাওয়ার আগে বিরাট জানান, দলে কোনও সমস্যা নেই। ড্রেসিংরুমের পরিবেশ দারুণ।
হেড কোচ রবি শাস্ত্রী আবার বলেছিলেন, দলের উর্ধ্বে কেউ নন। এবার কিন্তু মুখ খুললেন দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেই সঙ্গে লিখেছেন, ‘আমি দলের জন্য খেলি না। দেশের জন্য খেলি।’
ক্যারিবিয়ান সফরের আগে রবি শাস্ত্রী স্পষ্ট বলেছিলেন, ‘দল যেভাবে খেলছে। তাতে কোনও ক্রিকেটারই দলের উর্ধ্বে নয়। ক্রিকেটের কথা ভেবেই ক্রিকেটাররা মাঠে নামে। দলে সমস্যা থাকলে ধারাবাহিকতা থাকত না।’
কোহলি বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরেই এটা দেখছি। ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে বলা ঠিক নয়। দলে কোনো সমস্যা নেই। হঠাৎ কিছু কথা বলে দেওয়া হল। এতে ফোকাস নড়ে যায়।’ তবে সমস্যা তো আছেই। টিম ইন্ডিয়ায় এখন দুটি গোষ্ঠী। একটি বিরাটের। একটি রোহিতের। এবার রোহিত শর্মার পোস্টেই তা স্পষ্ট হয়ে গেল।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ