শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবার শেষ হয়েছে। সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী হয়েছে লংকানরা। শেষ হওয়া সিরিজে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ২টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৮৭ রান করেছেন তিনি। গড়- ৯৩.৫০। যে কারণে সিরিজ সেরা হয়েছেন ম্যাথুজই। ৯০ বলে ৮৭ রানের ইনিংস খেলে শেষ ম্যাচের সেরাও হয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
সিরিজের সর্বোচ্চ রানের শীর্ষ পাঁচে আছেন শুধুমাত্র বাংলাদেশের মুশফিকুর রহিম। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে ৬৭, দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৮ ও তৃতীয় ওয়ানডেতে ১০ রান করেন মুুশফিক।
সিরিজের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা) ৩ ৩ ১৮৭
কুশল পেরেরা (শ্রীলঙ্কা) ৩ ৩ ১৮৩
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৩ ৩ ১৭৫
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) ৩ ৩ ১৩৮
দিমুথ করুনারত্ন (শ্রীলঙ্কা) ৩ ৩ ৯৭
বিডি প্রতিদিন/এনায়েত করিম