বিশ্বকাপের পর ফের বাইশ গজে ফিরছে ভারতীয় ক্রিকেট দল। ক্যারিবিয়ান সফর দিয়ে শুরু হচ্ছে বিরাটদের বিশ্বকাপ পরবর্তী অধ্যায়। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দু’টি ম্যাচে মার্কিন মুলুকে খেলবে ভারত। ফ্লোরিডায় হবে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ। তবে মার্কিন মুলুকে ব্যাট হাতে নামার আগে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে মিয়ামিতে খোশমেজাজে দেখা গেল ভারত অধিনায়ককে।
টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে ফ্লোরিডার লডারহিলে। তার পরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়ে যাবে বিরাট অ্যান্ড কোং। টি-২০ সিরিজ ছাড়াও তিন ম্যাচের ওয়ান ডে এবং দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বিরাটের সফরসঙ্গী স্ত্রী আনুশকা শর্মা। ফ্লোরিডায় মাঠে নামার আগে আনুশকার সঙ্গে মিয়ামির রেস্টুরেন্টে দেখা গেল কোহলিকে। মার্কিন মুলুকে ফ্যানদের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যান ও ফার্স্ট লেডিকে। সেলিব্রিটি কাপলের সঙ্গে তাদের ছবি সোশাল মিডিয়া শেয়ার করেন ফ্যানেরা। খবর কলকাতা 24x7 এর।
বিডি-প্রতিদিন/শফিক