ভারতের জাতীয় ক্রিকেট দলে দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্ক নিয়ে কিছুদিন আগে পর্যন্ত রটেছে নানা গুজব। কিন্তু দুই ক্রিকেটারের মধ্যে আদৌ যে কোন বিরোধিতা নেই, সেটা আগেই পরিষ্কার করে দিয়েছেন বিরাট।
রবিবার রোহিতের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার পর ফের রোহিত সম্পর্কে উচ্চকিত প্রশংসা করলেন ভারত অধিনায়ক। বলেছেন, ‘রোহিত অসাধারণ খেলেছে। মায়াঙ্কও দুর্দান্ত। ওদের তৈরি করার ভিতের ওপর দাঁড়িয়েই আমরা জয় পেয়েছি।’
দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে কোহলির মন্তব্য, ‘দুজনেই আবার ভাল খেললেন। ফ্ল্যাট পিচ থাকা সত্ত্বেও সেটা দারুণ কাজে লাগিয়েছে ওরা। জানতাম দ্বিতীয় ইনিংসেই সাফল্য পাব।’
শামি সম্পর্কে কোহলি বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে ওই ছিল আমাদের স্ট্রাইক বোলার। প্রত্যেকে নিজের সেরাটা দিয়েছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ