৭ অক্টোবর, ২০১৯ ১২:১২

চোট সারিয়ে ফিরেই খেতাব জয় জকোভিচের

অনলাইন ডেস্ক

চোট সারিয়ে ফিরেই খেতাব জয় জকোভিচের

সংগৃহীত ছবি

কাঁধের চোটের কারণে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে অবসর নিয়েছিলেন নোভাক জকোভিচ। নাম প্রত্যাহারের সময় চোখের কোণে চিকচিক করছিল অশ্রু। কিন্তু বেশিদিন লাগল না ছন্দে ফিরতে। চোট সারিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে তার হাতে ফের উঠল ট্রফি। 

গতকাল রবিবার জাপান ওপেনের ফাইনালে জন মিলম্যানকে ৬-৩, ৬-২ হারালেন তিনি। এটাই জকোভিচের প্রথম জাপান ওপেন জয়। ম্যাচ জিততে তার লেগেছে মাত্র ৬৯ মিনিট। গোটা ম্যাচ জুড়েই ছিল জকোভিচের প্রাধান্য। 

জকোভিচের দুরন্ত সার্ভ আর রিটার্নের জবাব খুঁজে পাননি মিলম্যান। প্রথম সার্ভিসে পাওয়া পয়েন্টের পরিমাণ ছিল প্রায় ৮৭ শতাংশ। গোটা টুর্নামেন্টে একটাও সেট হারাতে হয়নি তাকে।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর