রাতটাকে বিশেষই বলতেই হয়। কেননা, ২৭১ দিন পর এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল দর্শক। তবে সংখ্যাটা খুব বেশি নয়। মাত্র ২ হাজার। আর তাতেই রাতটাকে ‘খুব বিশেষ রাত’ হিসেবে আখ্যায়িত করেছেন গানারদের কোচ মাইকেল আর্তেতা। এমন এক রাতে শিষ্যরাও নিরাশ করেনি তাকে।
ইউরোপা লিগের ‘বি’ গ্রুপে র্যাপিড ভিয়েনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ-৩২ নিশ্চিত করা গানারদের সংগ্রহ ৫ ম্যাচে ১৫ পয়েন্ট।
গানাররা শেষবার ঘরের মাঠে সমর্থকদের সামনে মাঠে নেমেছিল গত ৭ মার্চ ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে।
বিডি প্রতিদিন/কালাম