শিরোনাম
২৬ জুলাই, ২০২১ ১১:৩৪

এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন খুশবু

অনলাইন ডেস্ক

এশিয়ান স্কুল দাবায় স্বর্ণ জিতলেন খুশবু

ফাইল ছবি

অনলাইনে অনুষ্ঠিত এশিয়ান অনলাইন স্কুল দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু। সে এশিয়ার ২৪টি দেশের ৩৬১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এই পদক জেতেন।

অনূর্ধ্ব-৯ বালিকা বিভাগের নবম রাউন্ডের খেলা শেষে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী খুশবু এবং ইরানের সানা শাদানপুরের সমান ৮ পয়েন্ট হয়। যুগ্মভাবে দুইজন পয়েন্ট তালিকায় শীর্ষে ছিলেন। পয়েন্ট সমান হওয়ায় বিজয়ী নির্ধারণ করা হয় দুইজনের মুখোমুখি ফলাফলের ভিত্তিতে। সেখানে খুশবু জেতায় তিনি পেয়েছেন স্বর্ণ।

অন্যদিকে বালিকা অনূর্ধ্ব-১৭ গ্রুপে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নওরিন ফাতেমা তোয়া ৩ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৩ গ্রুপে ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট, আলিজা নুশাইবা ইসলাম ৪ পয়েন্ট, ওয়াদিফা আহমেদ সাড়ে ৪ পয়েন্ট ও ফাতিহা ইয়ানুন দিয়া এবং সৈয়দা নুশাইবা মাহমুদ ১ পয়েন্ট করে পেয়েছেন।

বালিকা অনূর্ধ্ব-১৫ গ্রুপে সপ্তর্ষি রহমান ৩ পয়েন্ট, নুশরাত জাহান আলো ৪ পয়েন্ট ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সাড়ে ৩ পয়েন্ট করে, বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে নীলাভা চৌধুরী সাড়ে ৬ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-৯ গ্রুপে জুনাইরা রহমান ৩ পয়েন্ট অর্জন করেছেন। বালিকা অনূর্ধ্ব-৭ গ্রুপে আরিসা হোসেন তুবা ৩ পয়েন্ট অর্জন করেছেন।

বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করেছেন আন্তর্জাতিক অর্গানাইজার, ফিদে ইন্সট্রাক্টর ও মহিলা ফিদেমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর