ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির রেকর্ডও গড়েন। যা সোনালী অক্ষরে লেখা থাকবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ইতিহাসের পাতায়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৬ বলে ছয় ছক্কার রেকর্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান মালহোত্রা। তার আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস আরব আমিরাতের বিপক্ষে ৯৫ রান করেছিলেন; কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি হাঁকাতে পারেননি।
পাপুয়া নিউগিনির বিপক্ষে তিনি ব্যাট করতে নামেন দশম ওভারে; আর সাজঘরে ফেরেন ১৭৩ রান করে অপরাজিত ব্যাটসম্যান হিসেবে।
৩১ বছর বয়সী মালহোত্রার জন্ম ভারতের চণ্ডিগড়ে। জাতীয় দলে খেলার আশায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ