বাংলাদেশ ক্রিকেট দল আগামী বছরের মার্চে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে। ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা ক্রিকেট আগামী গ্রীষ্মের হোম সিরিজের সূচি চূড়ান্ত করেছে। বাংলাদেশ বাদেও তারা নেদারল্যান্ডস ও ভারতকে আতিথেয়তা দেবে।
২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করবে নেদারল্যান্ডস, তিন ওয়ানডেই হবে সেঞ্চুরিয়নে। ভারত ১৭ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে তিন টেস্ট এবং পার্ল ও কেপটাউনে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলবে। নেদারল্যান্ডস ও ভারতের বিপক্ষে সিরিজের ভেন্যু চূড়ান্ত হলেও বাংলাদেশ সিরিজের ভেন্যু পরবর্তীতে ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। দুই ম্যাচ খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ